PopAds.net - The Best Popunder Adnetwork Sahitto Blog: April 2013

Sunday, April 14, 2013

বাংলা কবিতা



সেপ্টেম্বর অন যশোর রোড
(অ্যালেন গিন্সবার্গ কবিতার বাংলা অনুবাদ। )
.............................
শত শত চোখ আকাশটা দেখে, শত শত শত মানুষের দল,
যশোর রোডের দুধারে বসত বাঁশের ছাউনি কাদামাটি জল।
কাদামাটি মাখা মানুষের দল, গাদাগাদি করে আকাশটা দেখে,
আকাশে বসত মরা ইশ্বর, নালিশ জানাবে ওরা বল কাকে।
ঘরহীন ওরা ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ী দেশ,
মাথার ভিতরে বোমারু বিমান, এই কালোরাত কবে হবে শেষ।
শত শত মুখ হায় একাত্তর যশোর রোড যে কত কথা বলে,
এত মরা মুখ আধমরা পায়ে পূর্ব বাংলা কোলকাতা চলে।
সময় চলেছে রাজপথ ধরে যশোর রোডেতে মানুষ মিছিল,
সেপ্টেম্বর হায় একাত্তর, গরুগাড়ী কাদা রাস্তা পিছিল
লক্ষ মানুষ ভাত চেয়ে মরে, লক্ষ মানুষ শোকে ভেসে যায়,
ঘরহীন ভাসে শত শত লোক লক্ষ জননী পাগলের প্রায়।
রিফিউজি ঘরে খিদে পাওয়া শিশু, পেটগুলো সব ফুলে ফেঁপে ওঠে
এইটুকু শিশু এতবড় চোখ দিশেহারা মা কারকাছে ছোটে।
সেপ্টেম্বর হায় একাত্তর, এত এত শুধু মানুষের মুখ,
যুদ্ধ মৃত্যু তবুও স্বপ্ন ফসলের মাঠ ফেলে আসা সুখ।
কারকাছে বলি ভাতরূটি কথা, কাকে বলি করো, করো করো ত্রান,
কাকে বলি, ওগো মৃত্যু থামাও, মরে যাওয়া বুকে এনে দাও প্রান।
কাঁদো কাঁদো তুমি মানুষের দল তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা,
জননীর কোলে আধপেটা শিশু একেমন বাঁচা, বেঁচে মরে থাকা।
ছোটো ছোটো তুমি মানুষের দল, তোমার ঘরেও মৃত্যুর ছায়া,
গুলিতে ছিন্ন দেহ মন মাটি, ঘর ছেড়েছোতো মাটি মিছে মায়া।
সেপ্টেম্বর হায় একাত্তর, ঘর ভেঙে গেছে যুদ্ধের ঝড়ে,
যশোর রোডের দুধারে মানুষ এত এত লোক শুধু কেনো মরে।
শত শত চোখ আকাশটা দেখে, শত শত শত শিশু মরে গেল,
যশোর রোডের যুদ্ধ ক্ষেত্রে ছেঁড়া সংসার সব এলোমেলো
কাদামাটি মাখা মানুষের দল, গাদাগাদি করে আকাশটা দেখে,
আকাশে বসত মরা ইশ্বর, নালিশ জানাবে ওরা বল কাকে।
ঘরহীন ওরা ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ী দেশ,
মাথার ভিতরে বোমারু বিমান, এই কালোরাত কবে হবে শেষ।
শত শত মুখ হায় একাত্তর যশোর রোড যে কত কথা বলে,
এত মরা মুখ আধমরা পায়ে পূর্ব বাংলা কোলকাতা চলে,
এত মরা মুখ আধমরা পায়ে পূর্ব বাংলা কোলকাতা চলে॥


ভালবাসার সময় তো নেই রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ



ভালবাসার সময় তো নেই
ব্যস্ত ভীষন কাজে,
হাত রেখো না বুকের গাড় ভাজে।
ঘামের জলে ভিজে সাবাড়
করাল রৌদ্দুরে,
কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে।
কাজের মাঝে দিন কেটে যায়
কাজের কোলাহল
তৃষ্নাকে ছোয় ঘড়ায় তোলা জল।
নদী আমার বয় না পাশে
স্রোতের দেখা নেই,
আটকে রাখে গেরস্থালির লেই।
তোমার দিকে ফিরবো কখন
বন্দী আমার চোখ
পাহারা দেয় খল সামাজিক নখ।


 

Friday, April 12, 2013

United Education



United Education
(An excellent clarification of Study)
Lecture on Reading Passage
Reading Techniques No 1: প্রশ্নে কোন সাল, ব্যক্তি, শহর, প্রতিষ্ঠান ইত্যাদি দেওয়া থাকলে তা মূলত proper Noun হয়ে থাকে। সুতরাং এগুলোকে কী ওয়ার্ড ধরে passage এ খুঁজতে হবে এবং এভাবে উত্তর বের করা সহজ।
Reading Techniques No 2: সাধারনত বেশির ভাগ ক্ষেত্রে (তবে সব সময় নয়) যে কোন Paragraph এর প্রথম লাইন পড়েই বোঝা যাবে যে, paragraph এর Topic বা বিষয়বস্তু কি?
Tactics No 3 : যে কোন বড় বড় ইংরেজি বাক্যের অর্থ বের করার কয়েকটি কৌশল হলোঃ
1.     প্রথমে বাক্যের Main Verb টি চিহ্নিত করা।
2.      Preposition Phrase এর পরে কোন শব্দই কোন verb এর subject হতে পারে না।
3.      সাবলীল বা  fluent বাংলা করার জন্য ইংরেজি বাক্যের শেষের দিক থেকে অনুবাদ করে আসতে হবে।
4.     প্রত্যেকটা paragraph এর মূল topic বের করতে হলে প্রথম sentence Key Word অনুমান করে খুঁজে বের করতে হবে। আর পরবর্তিতে ঐ Key Word এর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে paragraph এ।
Tactics No 4: সাধারনত বেশির ভাগ ক্ষেত্রে প্রতিটি paragraph এর প্রথম sentence এর (sub/object) key word হয়। যা পরবর্তীতে topic হিসেবে আখ্যায়িত করা হয়।
 Tactics No 5:  প্রশ্নে উল্লেখিত key word টি ধরে scanning করতে হবে। scanning মানে হলো কোন নির্দিষ্ট শব্দ, phrase, সংখ্যাকে দ্রুত খোঁজা।
Tactics No 6:  কোন বক্তব্য তথ্যগত ভাবে, কিংবা common sense এর দিক দিয়ে বা বাস্তবতার দিক দিয়ে সত্য হলেও  passage এ ঐ কথার কোন উল্লেখ না থাকলে সেটি   correct  Answer হবে না। কারন প্রশ্নে যেভাবে চাওয়া হয়েছে সেভাবে Answer choose করতে হবে।
Tactics No 7:  Correct ans. টিতে সাধারণত  adjective  বা adverb হুবহু passage থেকে quote বা উদ্ধৃত করা হয় নাবরং কোন synonyms ব্যবহার করা হয়। আর synonyms ব্যবহার না করলে তা correct হওয়ার সম্ভাবনা কমে যায়।
Tactics No 8:  প্রশ্নকর্তা এমন ভাবে প্রশ্ন প্রনয়ন করে যাতে করে কঠিন শব্দের অর্থ না জেনেও keyword ধরে scan করলে সঠিক Ans. পাওয়া যায়।  কারন যে বিষয় নিয়ে রচিত হলো ঐ  বিষয় related শব্দ থাকবে যা সবাই জানে না।
Tactics No 9:  Paragraph এর headings বের করা জাতীয় প্রশ্ন পরীক্ষাতে থাকবেই। এগুলোতে অনেকেই ধরা খেয়ে যান। প্রতিটি para-এর topic বোঝার technique টি খাটালে  Heading-type প্রশ্ন solve করা অত্যন্ত সহজ হয়ে যায়। তবে 1st sentence এর সাথে সাথে 2nd sentence টিও পড়া দরকার। কারন এটি পড়লে আরো clear ধারণা পাওয়া যায়। 
Tactics No 10: Heading জাতীয় প্রশ্নে example হিসেবে একটি Answer দেওয়া থাকেঅনেকে answer টি না পড়ে এড়িয়ে যায়। আসলে এই ধারণাটা ভুল। বরং passage নিয়ে কোন কিছু জানা নেই,তাই example হিসেবে প্রদত্ত answer টিকে ভালোভাবে বুঝে নিলে পরবর্তীতে প্রশ্নগুলো solve করার ভীতি বের হয়ে আপনার মাঝে আত্মবিশ্বাস তৈরি হবে।
Tactics No 11: Who বা Which কে বাদ দিলে সাথের verb word টি পরিবর্তিত হয়ে -ing যুক্ত হয়ে যাবে। Example: Dhaka, which lies beside the Buriganga, is the capital city.  
 Dhaka, lying beside the Buriganga, is the capital city.
Tactics No 12: অনেকে প্রশ্ন পড়ার সময় keyword খোঁজার দিকে নজর দেন কিন্তু এটা সম্পূর্ন ভুল। আপনাকে আগে meaning বোঝার দিকে মনোযোগ দিতে হবে তারপর keyword.
Tips: BBA, MBA, GMAT, GRE, SAT ইত্যাদি Aptitude Test এ আপনার marks হলো Correct Answer করার জন্য, পড়ার জন্য নয়। তাই সময় ব্যায় করতে হবে প্রশ্নের উত্তর খোঁজার জন্য পুরো passage পড়ে সময় নষ্ট করার কনো দরকার নেই।
Tips: কোন passage Solve করা শুরু করার পর passage এর বিভিন্ন important মানুষের নাম, তথ্য, বস্তুর নাম প্রভৃতি key word কমপক্ষে solve চলাকালীন সময়ের জন্য মনে রাখার চেষ্টা করতেই হবে।
Tips: Assume এর পর Duty, Responsibilities, Charge প্রভৃতি ধরনের শব্দ থাকলে বোঝা যাবে যে, তখন Assume অর্থ গ্রহণ করা।
Tips: শেষ বাক্যে Thus থাকলে ঐ paragraph এর theme বা topic ঐ শেষ বাক্যে থাকার সম্ভাবনা বেশি।
Tips: Connective word দিয়ে শুরু হয় যে বাক্য সেই বাক্যে কোন না কোন প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা ৯০%। ]


“UNITED Education”

Problems on NOUNS:

·      ------is an ancient source of energy.
A.   The wind   B. Winds   C. Wind   D. A wind
·      ------is not the only thing that tourists want to see.
A.    A scenery   B.  Sceneries  C.  The sceneries  D.  Scenery
·      Unless protected areas are established the Royal Bengal Tigers will face-------of extinction.
A.   Possible  B.  the possibility  C.  to be possible  D.  possibily
·      -------of this room will be sold.
A.    The possession  B. The position C. The possessions  D. Position
·      The -----of pollution in the cities should not be overlooked by the authorities.
A.    Affects   B.  effectingC.  affect D.  effects

·      Nobody knocked him down;it was an-------
A.   Occurrence  B.  accident  C.   event  D.  incident
·      Climate is a ------of the environment.
A.    State   B.  situation   C.  size   D. rank
·      I decided to go------with my friend as I needed some exercise.
A.    For a walk  B.  to walk  C.  walk  D.  for a walking
·      All of the people at the AAME conference are -------
A.    Mathematic teacher  B.  Mathematics teachers   C. Mathematics teacher   D.  mathematic`s teacher
·      Nasreen, an interior derector,designs--------
A.   Furniture  B.  the furniture C.  furnitures D. some furniture
·      The police have collected------about the crime.
A.many information B. a lot of information
C. many informations D. a lot of informations
·      In order to improve farming methods,we need-----
A.machine  B. machinery C. a machinery D. machineries
·      I need ------soup to wash my dress with.
A.   Any    B. a piece of      C. a     D.  much
·      ------at 212 degrees F. and freezes at 32 degrees F.
A.   Water boils   B.  The water boils  C.  water boils D. waters boil
·      Desert receives less than twenty-five ----of rainfall every year.
A.centimeter B. a centimeter C. centineters D. of centimeters
·      According to estimates by some botanists,there are-----of plants.
A.   Seven thousand type  B.  seven thousand types
C.type of seven thousand  D.  types seven thousand
·      Which of the following words is the plural number?
A.   Fixture   B.  machinery   C.  scenery   D.  public
·      Hybrids have one more ----per plant than the other varieties.
A.   Corns   B. ear of corn   C.  corn ears   D.  corn`s ears
·      I don`t have -----spare time these days.
A. many   B.much   C.  some   D.  more
·      “There is ------on the roads today.”
A.   Too many traffic  B.  very much traffic
C.  too much traffic D. few traffics
·      Although southern California is densely populated,-----live in the northern part of the state.
A.    A little people       B.  a few the people 
B.   C.  few people        D. a little of people
·      Choose the best answer:
A.   I have a number of pen in this box.
B.    I have an amount of pen in this box.
C.    I have a number of pens in this box.
D.   I have an amount of pens in this box
·      Choose the correct sentence.
A.   we take decisions based on some informations
B.   we take decision based on some informations
C.   we take decisions based on some information
D.  we take a decision based on some informations
E.    Both (A) & (C) above
·      Choose the correct sentence.
A.I need a few furnitures.  B.I do not need many furnitures
C.I do not need some furnitures.  D. I need some furniture.
·      The correct form of the possessive has been maintainted in----
A.   Charles friend`s loves Burns poems
B. Charles` friends loves Burns` poems
C. Charles friend love`s Burn`s poem
D. Charles`s friend loves Burn`s poem.


Problems on Pronoun

·      One property of radioisotopes is that ------decaying occurs in half-lives over a long period of time.
A.   They  B.  them  C.  they`re  D.  their
·      Charlie Chaplin was a comedian-----was best known for his work in silent movies.
A.   Who  B.  which  C.  whose  D.  what
·      It was -------who first noticed the difference.
A.    Me  B.  I  C.  myselfD.  me self
·      Jamal and I ------to school.
A.   Walking  B.  walks  C.  walk  D.  are walk
·      The captain ------had a score of 30.
A.    Joy and me  B.  Joy and myself  C.  Joy and I  D.  Joy and us
·      One must follow ------conscience`
A.    Individual`s  B.  one`s  C.  rightD.   personal
·      The more hemoglobin one has, the more oxygen is carried to-----------cells.
A.its   B.  our   C.  their   D.  one`s
·      My uncle has three sons,------work in the same office.
A.   all of them  B.  who all  C.  they all  D.  all of whom
·      Who, what, which are -------
A.   demonstrative pronoun B. relative pronoun
C. reflexive pronoun D. Indefinite pronoun
·      Can you tell me where-------?
A.   Does Mr. Ali live   B. Mr. Ali does live   C. Mr. Ali lives   D. lives Mr. Ali
·      Tell me -----that.
A.   Whom told you  B. that told you  C. who told you  D. told you
·      I am looking for someone who------play the piano.
A.   Able to   B. is able   C. can be able to   D. can
·      I have read the book------you lent me.
A.   That   B.  whom C.  whoseD.  what
·      The children studied in a class room----windows were never opened.
A.   That   B.  which   C.  were   D.  whose
·      I thought that -----was the last one.
A.   The most prettiest of all    B.  prettiest one of all
C.  the prettiest one from all  D. the prettiest one of all
·      At least one of the students ----full marks everytime.
A. Get   B. are getting C.  gets  D. have got
·      One of ---- of the late middle Ages was saint Thomas Aquinas, a scholar who studied under Albertusmangus.
A.    The thinkers who was great B.  the great thinker  C.  the greatest thinkers   D. who thought greatly
·      Three-fourths of the work----finished.
A.   Have been  B. had  C.  has been   D. were
·      ------Nannu is a good cricketer is known to all
A.   Our   B.  which  C.  therefore   D.  that
·      The jaw structure of a snake permits it to eat and digest animals much larger than-----.
A.   It    B.  itself   C.  its    D.  it has
·      Business partners can usually sell their mutually owned property without consulting -----unless they have agreed to a separate contract.
A.   Other   B.  other one   C.  one the other   D.  each other
·      Which of the following sentences is correct?
A.   One of my friends are a lawyer 
B. One of my friends is a lawyer
C.One of my friend is a lawyer 
D. One of my friends are lawyers.
·      Choose the correct sentence?
A.   A few of the three boys got a prize  
B. Each of the three boys got a prize  
C. Every of the three boys got a prize    
D. All of the three boys got a prize
·      In a parliamentary system .it is not the monarch but the prime minister ------.
A.   Whom the real power        B.  who has the real power
C.  whom has the real power  D. who the real power
·      Choose the correct sentence?
A.   That shirt which he bought is blue at colour
B.   The shirt that which he bought is blue in colour
C.   Which shirt he bought is blue in colour
D.  The shirt, which he bought, is blue in colour