এই লেখাটি যদি আমার মত আপনাকেও অনুপ্রানিত করে থাকে তাহলে ৩ মিনিট সময় নিয়ে পড়লে মন্দ কি??
____________________________________________________
"আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে"।
MBA শেষ করে ২০১২ সালের ৫ই ডিসেম্বর যখন ঢাকা ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটিতে Lecturer হিসেবে যোগদান করি তখন একটা Status দিয়েছিলাম "Started journey towards long cherished dream".
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় খুব স্বপ্ন দেখতাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার, মা- বাবার বদনখানি উজজ্বল করে দেশ ও দশের
সেবা করার। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের Lecturer হয়ে সেই স্বপ্ন আংশিক পূর্ণ হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন অামার অপূর্ণ
রয়ে গেল। যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য আমি কতটুকু যোগ্য তা আমি নিজে জানি না। এতটুকু বলতে পারি BBA ও MBA তে অামার GPA যতটুকু ভাল SSC ও HSC তে ঠিক ততটুকু বা তারচেয়ে ও খারাপ।
আমার মনে হয় আমরা যেকোন স্বপ্নই দেখিনা কেন, আমাদের স্বপ্নগুলো পূরণ হওয়ার জন্য অন্তত দুজনকে একই স্বপ্ন দেখতে হয়। একজন স্বপ্নদ্রষ্টা ও আরেকজন স্বপ্ন পূরণকর্তা (সৃষ্টিকর্তা )। প্রথম জন স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণ হতে ও পারে আবার নাও হতে পারে। যদি না দ্বিতীয় জন ঠিক একই
স্বপ্ন দেখেন। কিন্তু দ্বিতীয় জন যদি কাউকে নিয়ে কোন স্বপ্ন দেখেন
তাহলে সেই স্বপ্ন পূরণ হবেই, এক্ষেত্রে প্রথম জন সেই স্বপ্ন দেখুক বা না দেখুক। তাই অাজ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করার পর সৃষ্টিকর্তার উপর একটু অভিমান থাকলে ও রাগ নেই কোন আমার। কারণ অনেক অপূর্ণতা নিয়েই একজন মানুষের জীবন পূর্ণতা পাই।
রাগ করবোই বা আবার কার সাথে। কারণ তিনি তো আমাকে দুহাত ভরে দিয়েছেন যার যোগ্য হয়তো আমি নয়। আর আমরা যেটা চাই সেটা তিনি আমাদেরকে দেন না, তিনি সেটাই দেন যেটা আমাদের দরকার।
আজ থেকে ঠিক এক যুগ আগে ও ভাবিনি,যখন ২০০২ সালে বিজ্ঞান বিভাগে SSC পরীক্ষা দিয়ে GPA ৩.৮০ নিয়ে শতবর্ষী ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বেরোয়, আমি এত দূর পথ পারি দিতে পারব। এমনিতে GPA কম তার উপর Certificate এ student type: Irregular। বুঝতেই পারছেন Irregular মানে দ্বিতীয় বার পরীক্ষা দিয়েছি। অজানা কোন এক কারণে স্কুলের টেস্ট পরীক্ষায় ৬৩৬ নম্বর ( Rank ৪র্থ ) পাওয়া সেতু রঞ্জন বিশ্বাস রসায়নে F Grade. অবাক হচ্ছেন তো । অবাক হওয়ার
কিছুই নেয়। আমি নিশ্চিত পুরো কাহিনী পড়লে কিছুক্ষনের জন্য
আপনি নির্বাক ও হতে পারেন। খুব ভালো লাগবে যদি আমার জীবনের গল্পটা কাউকে বিন্দুমাত্র অনুপ্রাণিত করে।
যাই হোক SSC তে ফেল করে ও কলেজে (হাটহাজারী কলেজ)পড়ার সৌভাগ্য অামার হয়েছিল। কারণ তখন English ছাড়া অন্য কোন বিষয়ে খারাপ করলে কলেজে ভর্তির Provision ছিল। পরে শুধু রসায়ন পরীক্ষা দিয়ে SSC শেষ করলাম। SSC পাশ করার পর ঘর থেকে বললো General line এ
পড়ালেখা না করে Technical line এ পড়তে। পরিবারের কথা মত ভর্তি হলাম চট্টগ্রাম পলিটেনিকাল ইনস্টিটিউটে Refrigeration and
automobiles বিভাগে। কিন্তু দুই নৌকাতে পা দেওয়ার ফলে যা হওয়ার তাই হলো। SSC র মত HSCতে আবার ফেল।আর কয় বিষয়ে ফেল
তা তো আপনাকে বলে বিশ্বাস করানো যাবে না। কারণ বাংলা বাদে আর
কোন বিষয়ে পাশ করিনি। কি যে অসহ্য যন্ত্রণা। কি যে বাজে সময় পার
করে এসেছি কি করে বুঝায়। জানি না কোন দৈবশক্তি নিয়ে অাবার পরীক্ষা দেওয়ার সাহস করলাম। ভয় ছিল যদি একটা পরীক্ষায় খারাপ করি তাহলে অাবার YEAR ড্রপ। যাই হোক পরম করুণাময়ের অশেষ কৃপায় পাস করলাম। অার GPA,SSC থেকে ০.৮০ কম,৩.০০।
HSC পরীক্ষায় পাশ করার পর বাবার অনুপ্রেরণায় ভারত ভ্রমণের সুযোগ হয়। ৪৫ দিনের সেই সফরে আমি বিহার,বারাণসি,অযোধ্যা, আগ্রা, দিল্লী সহ বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ হয়েছিল। যাই হোক ভারত সফরের পর খুব কম সময় পেলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেয়ার। সবকিছু ভুলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেয়া শুরু করলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও পরীক্ষা দিতে পারলাম না। কারণ ভর্তি ফরম নেয়ার জন্য যে GPA দরকার তা আমার ছিল না। ক, খ, গ, ঘ এবং ঙ পাঁচটা বিভাগেয় পরীক্ষা দিলাম। কিন্তু আমার মত অভাগা যেদিক
সেদিকে সাগরতো দূরের কথা মহাসাগর ও শুকিয়ে যায়। কোন অনুষদেয় চান্স পেলাম না। কি আর করা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চট্টগ্রাম কলেজে অনার্সে ভর্তি হলাম। বিষয় : সকল জ্ঞানের জনক - দর্শন।
কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবল আগ্রহ আমাকে ব্যাকুল করে তোলে। সেই
সময়ে বাংলালিংকের একটা বিজ্ঞাপন খুব মনে ধরেছিল। বিজ্ঞাপনটা ছিল
আজাদ প্রোডাক্টস এর আজাদ সাহেবকে নিয়ে যার মূল থিম ছিল "
হেরে যাব বলেতো স্বপ্ন দেখিনি"। আবার শুরু করলাম যাত্রা । এইবার আমার পথের যাত্রাসঙ্গী - জয়রাজ দাশ, দিবাকর ধর, জিয়া উদ্দিন ও
শোয়েব। যাদের সবার GPA HSCতে ৩.০০ এর চেয়ে কম। পরে সবাইর বিশ্ববিদ্যালয়ে পরার সুযোগ হয়েছিল। প্রথম দুজন বাংলা বিভাগে আর শেষোক্ত দুজন মার্কেটিং বিভাগে আর আমি ইতিহাসে। পরে বিভাগ পরিবর্তন করে আমি প্রথমে জার্নালিজমে ও পরে অনুষদপরিবর্তন
করে অপেক্ষমাণ তালিকার ১৭ তম প্রার্থী হিসেবে এমন এক
বিভাগে ভর্তি হলামযে বিভাগ আমার পুরো জীবনটাকেই পাল্টিয়ে দিয়েছে। সে আমার প্রিয় ব্যবস্থাপনা বিভাগ । আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় যে দুজন শিক্ষকের সান্নিধ্য না পেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যেত তারা হলেন- শ্রদ্ধেয় বাবুলস্যার ও শ্রদ্ধেয় সুকান্ত ভট্টচার্য্য স্যার। যারা আমাকে শিখিয়েছে কিভাবে গগণচুম্বী স্বপ্নদেখতে হয়। সেই ২০০৬ সাল থেকে আজ পর্যন্ত যা ঘটেছে সবই অামার কল্পনাকেও হার মানায়।
অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি হতে দেরি হলে ও ক্লাস শুরু হতে দেরি হয় নি। প্রথম যেদিন ক্লাস করতে যাই তার এক সপ্তাহ পর তফাজ্জল স্যারের Management টিউটোরিয়াল। টিউটোরিয়ালে আমার মার্কস ছিল ৭.৫। কেউ কেউ অবশ্য দশে ১০ ও পেয়েছিল। এর মাস
পাঁচেক পর মিড টার্ম পরীক্ষা। আমি আমার মত পড়তে শুরু করি। সাথে পেয়েছিলাম ১৯ ব্যাচের সূজন বন্ধুদের। বিশেষ করে First Movers গ্রুপের অসাধারণ ১১জন বন্ধু ও পরবর্তীতে ৪জন অনন্য বান্ধবী।
যারা আমাকে অদ্যবধি প্রেরণা যুগিয়ে যায়। মিডটার্ম পরীক্ষার যেদিন
ফলাফল প্রকাশিত হল সেদিন ঘটল আমার জীবনের মোড় ঘুড়িয়ে দেয়া ঘটনা। নিজেকে তো বটেই সবাইকে অবাক করে আমার রেজাল্ট। GPA ৪.০০এ ৪.০০। অর্থাৎ সব বিষয়ে A+। নিজে বিশ্বাস করতে পারছিলাম না পরে আবার পিন্টু ভাইকে দিয়ে চেক করে নিয়েছিলাম। আমার রেজাল্ট শুনে ড. সেলিনা ম্যাডাম বলেছিলেন এটাতো কিন্টার গার্টেন এর বাচ্চাদের মত রেজাল্ট। কিন্তু আমার অত্যন্ত প্রিয় শিক্ষকদের একজন, ড. আওরঙ্গজেব স্যার, বলেছিলেন "সবে তো এক টার্ম এখনো অনেক
ইনিংস ( সেমিস্টার) বাকি। দেখ সামনে কি হয়। " সেই উপদেশ
আমাকে বিশ্ববিদ্যালয়ের বাকি সময়টুকু চলার পথে পাথেয় হয়ে দাঁড়ায়। এরপর ১ম বর্ষে ৩.৯৭।২য়, ৩য় ও ৪র্থ বর্ষে আমার GPA যথাক্রমে ৩.৯৮,৩.৯৫ ও ৩.৯৫। সব মিলিয়ে ৩.৯৬ CGPA নিয়ে BBA শেষ করলাম। আর MBA তে আমার GPA ছিল৩.৯৮। যতটুকু জানি অদ্যবধি ব্যবস্থাপনা বিভাগে BBA ও MBA তে এটিই সর্বোচ্চ রেজাল্ট। যা সত্যিই
আমার কাছে অকল্পনীয়, অভাবনীয় ও অবিশ্বাস্য ছিল। ভাবতেই অবাক হয়ে যায় যে ছেলে GPA ৫.০০ গ্রেড এ ৩.৮৮ উপরে পাইনি BBA ও MBAতে সেই ছেলের GPA ৪.০০ গ্রেডে ৩.৯৬ ও ৩.৯৮। আমার রেজাল্ট দেখে একবার ৪র্থ বর্ষের ভাইভাতে তো পরীক্ষা কমিটির প্রধান ( বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রদ্ধেয় আনোয়ারুল আজিম আরিফ স্যার ) আমাকে বলেছিলেন " It's miracle. এটা কি করে সম্ভব!!! আর ভাল রেজাল্টের সুবাদে এই পর্যন্ত ৩টি বৃত্তি পেয়েছি।
অবশেষে বলব ব্যর্থতা জিন্দাবাদ। আর তাই এই ব্যর্থ ছেলেকে সফল করার যাদের অসামান্য অবদান, (সৃষ্টিকর্তা, আমার পরিবার, সকল শিক্ষক [ বিশেষত যারা আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন], আমার আত্মীয়, সকল বড় ও ছোট ভাই, আমার সকল বন্ধু ও শুভানুধ্যায়ী) সবাইকে জানায় অশেষ শ্রদ্ধা, ভালবাসা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
সেতু রঞ্জন বিশ্বাস
সহকারী পরিচালক
বাংলাদেশ ব্যাংক।
____________________________________________________
"আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে"।
MBA শেষ করে ২০১২ সালের ৫ই ডিসেম্বর যখন ঢাকা ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটিতে Lecturer হিসেবে যোগদান করি তখন একটা Status দিয়েছিলাম "Started journey towards long cherished dream".
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় খুব স্বপ্ন দেখতাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার, মা- বাবার বদনখানি উজজ্বল করে দেশ ও দশের
সেবা করার। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের Lecturer হয়ে সেই স্বপ্ন আংশিক পূর্ণ হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন অামার অপূর্ণ
রয়ে গেল। যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য আমি কতটুকু যোগ্য তা আমি নিজে জানি না। এতটুকু বলতে পারি BBA ও MBA তে অামার GPA যতটুকু ভাল SSC ও HSC তে ঠিক ততটুকু বা তারচেয়ে ও খারাপ।
আমার মনে হয় আমরা যেকোন স্বপ্নই দেখিনা কেন, আমাদের স্বপ্নগুলো পূরণ হওয়ার জন্য অন্তত দুজনকে একই স্বপ্ন দেখতে হয়। একজন স্বপ্নদ্রষ্টা ও আরেকজন স্বপ্ন পূরণকর্তা (সৃষ্টিকর্তা )। প্রথম জন স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণ হতে ও পারে আবার নাও হতে পারে। যদি না দ্বিতীয় জন ঠিক একই
স্বপ্ন দেখেন। কিন্তু দ্বিতীয় জন যদি কাউকে নিয়ে কোন স্বপ্ন দেখেন
তাহলে সেই স্বপ্ন পূরণ হবেই, এক্ষেত্রে প্রথম জন সেই স্বপ্ন দেখুক বা না দেখুক। তাই অাজ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করার পর সৃষ্টিকর্তার উপর একটু অভিমান থাকলে ও রাগ নেই কোন আমার। কারণ অনেক অপূর্ণতা নিয়েই একজন মানুষের জীবন পূর্ণতা পাই।
রাগ করবোই বা আবার কার সাথে। কারণ তিনি তো আমাকে দুহাত ভরে দিয়েছেন যার যোগ্য হয়তো আমি নয়। আর আমরা যেটা চাই সেটা তিনি আমাদেরকে দেন না, তিনি সেটাই দেন যেটা আমাদের দরকার।
আজ থেকে ঠিক এক যুগ আগে ও ভাবিনি,যখন ২০০২ সালে বিজ্ঞান বিভাগে SSC পরীক্ষা দিয়ে GPA ৩.৮০ নিয়ে শতবর্ষী ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বেরোয়, আমি এত দূর পথ পারি দিতে পারব। এমনিতে GPA কম তার উপর Certificate এ student type: Irregular। বুঝতেই পারছেন Irregular মানে দ্বিতীয় বার পরীক্ষা দিয়েছি। অজানা কোন এক কারণে স্কুলের টেস্ট পরীক্ষায় ৬৩৬ নম্বর ( Rank ৪র্থ ) পাওয়া সেতু রঞ্জন বিশ্বাস রসায়নে F Grade. অবাক হচ্ছেন তো । অবাক হওয়ার
কিছুই নেয়। আমি নিশ্চিত পুরো কাহিনী পড়লে কিছুক্ষনের জন্য
আপনি নির্বাক ও হতে পারেন। খুব ভালো লাগবে যদি আমার জীবনের গল্পটা কাউকে বিন্দুমাত্র অনুপ্রাণিত করে।
যাই হোক SSC তে ফেল করে ও কলেজে (হাটহাজারী কলেজ)পড়ার সৌভাগ্য অামার হয়েছিল। কারণ তখন English ছাড়া অন্য কোন বিষয়ে খারাপ করলে কলেজে ভর্তির Provision ছিল। পরে শুধু রসায়ন পরীক্ষা দিয়ে SSC শেষ করলাম। SSC পাশ করার পর ঘর থেকে বললো General line এ
পড়ালেখা না করে Technical line এ পড়তে। পরিবারের কথা মত ভর্তি হলাম চট্টগ্রাম পলিটেনিকাল ইনস্টিটিউটে Refrigeration and
automobiles বিভাগে। কিন্তু দুই নৌকাতে পা দেওয়ার ফলে যা হওয়ার তাই হলো। SSC র মত HSCতে আবার ফেল।আর কয় বিষয়ে ফেল
তা তো আপনাকে বলে বিশ্বাস করানো যাবে না। কারণ বাংলা বাদে আর
কোন বিষয়ে পাশ করিনি। কি যে অসহ্য যন্ত্রণা। কি যে বাজে সময় পার
করে এসেছি কি করে বুঝায়। জানি না কোন দৈবশক্তি নিয়ে অাবার পরীক্ষা দেওয়ার সাহস করলাম। ভয় ছিল যদি একটা পরীক্ষায় খারাপ করি তাহলে অাবার YEAR ড্রপ। যাই হোক পরম করুণাময়ের অশেষ কৃপায় পাস করলাম। অার GPA,SSC থেকে ০.৮০ কম,৩.০০।
HSC পরীক্ষায় পাশ করার পর বাবার অনুপ্রেরণায় ভারত ভ্রমণের সুযোগ হয়। ৪৫ দিনের সেই সফরে আমি বিহার,বারাণসি,অযোধ্যা, আগ্রা, দিল্লী সহ বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ হয়েছিল। যাই হোক ভারত সফরের পর খুব কম সময় পেলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেয়ার। সবকিছু ভুলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেয়া শুরু করলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও পরীক্ষা দিতে পারলাম না। কারণ ভর্তি ফরম নেয়ার জন্য যে GPA দরকার তা আমার ছিল না। ক, খ, গ, ঘ এবং ঙ পাঁচটা বিভাগেয় পরীক্ষা দিলাম। কিন্তু আমার মত অভাগা যেদিক
সেদিকে সাগরতো দূরের কথা মহাসাগর ও শুকিয়ে যায়। কোন অনুষদেয় চান্স পেলাম না। কি আর করা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চট্টগ্রাম কলেজে অনার্সে ভর্তি হলাম। বিষয় : সকল জ্ঞানের জনক - দর্শন।
কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবল আগ্রহ আমাকে ব্যাকুল করে তোলে। সেই
সময়ে বাংলালিংকের একটা বিজ্ঞাপন খুব মনে ধরেছিল। বিজ্ঞাপনটা ছিল
আজাদ প্রোডাক্টস এর আজাদ সাহেবকে নিয়ে যার মূল থিম ছিল "
হেরে যাব বলেতো স্বপ্ন দেখিনি"। আবার শুরু করলাম যাত্রা । এইবার আমার পথের যাত্রাসঙ্গী - জয়রাজ দাশ, দিবাকর ধর, জিয়া উদ্দিন ও
শোয়েব। যাদের সবার GPA HSCতে ৩.০০ এর চেয়ে কম। পরে সবাইর বিশ্ববিদ্যালয়ে পরার সুযোগ হয়েছিল। প্রথম দুজন বাংলা বিভাগে আর শেষোক্ত দুজন মার্কেটিং বিভাগে আর আমি ইতিহাসে। পরে বিভাগ পরিবর্তন করে আমি প্রথমে জার্নালিজমে ও পরে অনুষদপরিবর্তন
করে অপেক্ষমাণ তালিকার ১৭ তম প্রার্থী হিসেবে এমন এক
বিভাগে ভর্তি হলামযে বিভাগ আমার পুরো জীবনটাকেই পাল্টিয়ে দিয়েছে। সে আমার প্রিয় ব্যবস্থাপনা বিভাগ । আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় যে দুজন শিক্ষকের সান্নিধ্য না পেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যেত তারা হলেন- শ্রদ্ধেয় বাবুলস্যার ও শ্রদ্ধেয় সুকান্ত ভট্টচার্য্য স্যার। যারা আমাকে শিখিয়েছে কিভাবে গগণচুম্বী স্বপ্নদেখতে হয়। সেই ২০০৬ সাল থেকে আজ পর্যন্ত যা ঘটেছে সবই অামার কল্পনাকেও হার মানায়।
অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি হতে দেরি হলে ও ক্লাস শুরু হতে দেরি হয় নি। প্রথম যেদিন ক্লাস করতে যাই তার এক সপ্তাহ পর তফাজ্জল স্যারের Management টিউটোরিয়াল। টিউটোরিয়ালে আমার মার্কস ছিল ৭.৫। কেউ কেউ অবশ্য দশে ১০ ও পেয়েছিল। এর মাস
পাঁচেক পর মিড টার্ম পরীক্ষা। আমি আমার মত পড়তে শুরু করি। সাথে পেয়েছিলাম ১৯ ব্যাচের সূজন বন্ধুদের। বিশেষ করে First Movers গ্রুপের অসাধারণ ১১জন বন্ধু ও পরবর্তীতে ৪জন অনন্য বান্ধবী।
যারা আমাকে অদ্যবধি প্রেরণা যুগিয়ে যায়। মিডটার্ম পরীক্ষার যেদিন
ফলাফল প্রকাশিত হল সেদিন ঘটল আমার জীবনের মোড় ঘুড়িয়ে দেয়া ঘটনা। নিজেকে তো বটেই সবাইকে অবাক করে আমার রেজাল্ট। GPA ৪.০০এ ৪.০০। অর্থাৎ সব বিষয়ে A+। নিজে বিশ্বাস করতে পারছিলাম না পরে আবার পিন্টু ভাইকে দিয়ে চেক করে নিয়েছিলাম। আমার রেজাল্ট শুনে ড. সেলিনা ম্যাডাম বলেছিলেন এটাতো কিন্টার গার্টেন এর বাচ্চাদের মত রেজাল্ট। কিন্তু আমার অত্যন্ত প্রিয় শিক্ষকদের একজন, ড. আওরঙ্গজেব স্যার, বলেছিলেন "সবে তো এক টার্ম এখনো অনেক
ইনিংস ( সেমিস্টার) বাকি। দেখ সামনে কি হয়। " সেই উপদেশ
আমাকে বিশ্ববিদ্যালয়ের বাকি সময়টুকু চলার পথে পাথেয় হয়ে দাঁড়ায়। এরপর ১ম বর্ষে ৩.৯৭।২য়, ৩য় ও ৪র্থ বর্ষে আমার GPA যথাক্রমে ৩.৯৮,৩.৯৫ ও ৩.৯৫। সব মিলিয়ে ৩.৯৬ CGPA নিয়ে BBA শেষ করলাম। আর MBA তে আমার GPA ছিল৩.৯৮। যতটুকু জানি অদ্যবধি ব্যবস্থাপনা বিভাগে BBA ও MBA তে এটিই সর্বোচ্চ রেজাল্ট। যা সত্যিই
আমার কাছে অকল্পনীয়, অভাবনীয় ও অবিশ্বাস্য ছিল। ভাবতেই অবাক হয়ে যায় যে ছেলে GPA ৫.০০ গ্রেড এ ৩.৮৮ উপরে পাইনি BBA ও MBAতে সেই ছেলের GPA ৪.০০ গ্রেডে ৩.৯৬ ও ৩.৯৮। আমার রেজাল্ট দেখে একবার ৪র্থ বর্ষের ভাইভাতে তো পরীক্ষা কমিটির প্রধান ( বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রদ্ধেয় আনোয়ারুল আজিম আরিফ স্যার ) আমাকে বলেছিলেন " It's miracle. এটা কি করে সম্ভব!!! আর ভাল রেজাল্টের সুবাদে এই পর্যন্ত ৩টি বৃত্তি পেয়েছি।
অবশেষে বলব ব্যর্থতা জিন্দাবাদ। আর তাই এই ব্যর্থ ছেলেকে সফল করার যাদের অসামান্য অবদান, (সৃষ্টিকর্তা, আমার পরিবার, সকল শিক্ষক [ বিশেষত যারা আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন], আমার আত্মীয়, সকল বড় ও ছোট ভাই, আমার সকল বন্ধু ও শুভানুধ্যায়ী) সবাইকে জানায় অশেষ শ্রদ্ধা, ভালবাসা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
সেতু রঞ্জন বিশ্বাস
সহকারী পরিচালক
বাংলাদেশ ব্যাংক।
"Life Of Wander"
.......................
...................
"DREAM"
One day I was sitting my ottoman lonely. It was mid-night. Everything was cool and silent. I closed my eyes and was thinking where I was. Thinking and thinking, suddenly I heard a sound of broken wine-glass. I was surprised who was there? It's soul or ghost or imagination or human power or my mistake. Not my mistake first I thought and believed. It might be soul. It might be a gust of wind to do it. It might be imagination. O! my mother came to my room and noticed. I had to do the job and I was ashamed, but not true; it was my dream.
![success-logo](file:///C:\Users\Personal\AppData\Local\Temp\msohtmlclip1\01\clip_image002.jpg)
Committed to Success
Some tips for Presentation.
1. Smart Eye Contact.
2. Smart Body Language.
3. Smart Speech.
4. Smart Tone (Low-Medium-High)
5. Smart Movement. (Body/Hand)
6. Speak by heart.
7. Speak with confidence
8. Smartly Audience Control.
9. Dress Code.
10. Talk Subjectively.
11. Clear Voice.
12. Be Punctual.
Time Management.
1. Mc 5 Minutes.
2. Mind Opening- 5 Minutes.
3. United Profile- 4 Minutes.
4. System- 2 Minutes.
5. Plan- 8 Minutes.
6. Main class- 10 Minutes.
7. Motivation 4 Minutes
8. Closing- 2 Minutes.
Total 40 Minutes.
The greatest techniques for class- room presentation: developed by RAJIB ROY…
MC
Hello, Good (afternoon)! My dear students, how are you? Let me introduce myself first. I am RAJIB ROY and I am continuing B.A (Hon`s) on English Language & Literature at Chittagong University. I have joined here as an English teacher of you and to facilitate your study materials. Today, in my class, I am going to teach you a special lesson related to English. I think all of you are prepared to help me to make your lesson easy and understand. OK. But at first you have to introduce yourself. And by this way what an amusing moment we are going to enjoy now. Excuse me, I expect the last person at the corner to introduce first. Please, you have to say your name, your father`s name, what`s your father? Where do you live? What is your aim? OK now start you journey…
Mind Opening
Students cannot understand your speech. Because, they don`t have any listening power/skill. As a result you can take the chance to open their mind and to control them by saying. ….
First class:
1. Some Terms: Discussion on some grammatical terms.
2. Basic Questions patterns.
3. FM method lesson: 2A+2B+2C.
4. Wrong way to learn English in our country.
5. Motivation.
a. S+V=She dances
b. S+V+O=He writes a poem
c. S+V+O1+O2=He gave me a pen
d. S+V+Adj.=He was mad.
e. S+V+O+Adj.=They found the dog dead. I saw them playing.
f. S+V+Adv.=I am well. She can dance.
g. S+V+O1+O2+Adj.=She gave me the bird alive.
h. S+V+U.W=The boy was there.
i. S+V+O+P=I saw the king himself.
N.B: U.W=Uninflected Word হলো সেই সকল শব্দ যেগুলো রুপান্তর বা পরিবর্তন করা যায় না । যেমনঃ There, Here, nowhere, everywhere, up, over, out, enough etc. এগুলোকে আবার adverbও বলা চলে ।
6. Discuss: Subject, verb, object, complement, modifier, indicator/determiner, connectives, absolute, appositive.
7. One Word sentence=Yes/Come/No/Go
Two word sentence= Come (here/on/in) ,(Bow/Go) down.
Three word sentence= Any normal sentence (I eat rice).
9. Verb= Action, Existence, possession
10.Adverb &Preposition difference: We went up/We went up the hill.
Walk on/Walk on the street.
11.BUT=(Pronoun, Adverb, preposition, conjunction, verb, noun)
i. There is no mother but loves her child (পৃথিবীতে এমন কোন মা নেই যে তার সন্তানকে ভালবাসে না )
ii. You are but a child (তুমি শিশু বৈ তো অন্য কিছু নও )
iii. All but him came to me.(সে ছাড়া সবাই আমার কাছে এসেছিল)
iv. He did it but I did not. (সে করেছিল কিন্তু আমি করিনি)
v. But me no buts (আর কোন কিন্তু করো না )
12. যে সকল Verb এর শেষের অক্ষরটি O, S,SS, Sh, Ch(চ), X,Y,Z =V+es, যেমনঃ Do+es=Does , Go+es=Goes, flash+es=flashes ইত্যাদি আর বাকি সব ক্ষেত্রে ‘S’ যোগ করে singular করতে হবে । Example: Come+s=Comes etc.
13. explain (Grammar vs Dictionary) story
14. Form unit vs function unit.
15. Explain the finite verb & verb forms.
16. Impersonal verbs: rains (বৃষ্টি হওয়া অর্থে) , dews (শিশির পড়া অর্থে), snows(তুষার পড়া অর্থে), hails (শিলা বৃষ্টি হওয়া অর্থে), blows (বাতাস বহা অর্থে), appears, happens, seems, will prove এগুলো সব সময় third person এর সাথে বসে । এদের কোন active subject থাকে না । তবে এটা It কে subject হিসেবে গ্রহন করে । এই It কে impersonal subject বলা হয় । অর্থাৎ impersonal subject এর সাথে impersonal verb বসে ।
1st- ----5th= 500+500+500 =1500 marks
6th-----9th=1200+1200=2400 marks
10th –SSC=800 marks
Total=4700 marks all of you passed but you cannot understand Spoken. Why?
1st group=Literate person
2nd group=Illiterate person
But in Bangladesh …!!
Writing=4th floor
Reading=3rd floor
Speaking=2nd floor (?)
Listening=1st floor (?)
|
3rd group=Deaf
Natural Language learning system…..
Writing=4th floor
Reading=3rd floor
Speaking=2nd floor
Listening=1st floor
![](file:///C:\Users\Personal\AppData\Local\Temp\msohtmlclip1\01\clip_image003.gif)
![](file:///C:\Users\Personal\AppData\Local\Temp\msohtmlclip1\01\clip_image004.gif)
![](file:///C:\Users\Personal\AppData\Local\Temp\msohtmlclip1\01\clip_image005.gif)
![](file:///C:\Users\Personal\AppData\Local\Temp\msohtmlclip1\01\clip_image006.gif)
![](file:///C:\Users\Personal\AppData\Local\Temp\msohtmlclip1\01\clip_image007.gif)
![](file:///C:\Users\Personal\AppData\Local\Temp\msohtmlclip1\01\clip_image008.gif)
![](file:///C:\Users\Personal\AppData\Local\Temp\msohtmlclip1\01\clip_image009.gif)
He tells me that he is an honest man.
![]() |
![](file:///C:\Users\Personal\AppData\Local\Temp\msohtmlclip1\01\clip_image011.gif)
1st Sentence Clause-Marker
Cats
Shihab Sarkar
A pet cat ought to be buried
again and again.
Every time you fill its
grave with earth, sand, gravel
it scratches up through the layers
to wriggle itself out in the open.
Then at night you find your cat
pussyfooting in the bedroom
or sitting stoned, eyes wide open,
on your high wardrobe.
Cats beckon peace and solitude
When they’re alive,
Many see in them bad omens,
Many never know the feline magic.
Everything told,
dead cats are a nightmare,
Tell me why —
A strong urge prompts you and me
to bury them with so much love.
But we cannot.
Dead cats never like to
remain holed up in graves;
They know they aren’t alive;
Still they want to move around,
despite the fact that they’re dead
and you are scared of them,
you just can’t throw
your pet cat away into the wild bush.
Cats are so cuddly!
I’m one of those doomed,
who wander for the rest of their life
with dead cats slung over the shoulder.
Shihab Sarkar is a leading poet and eminent journalist.
Autumn
THE autumn comes, a maiden fair
In slenderness and grace,
With nodding rice-stems in her hair
And lilies in her face.
In flowers of grasses she is clad;
And as she moves along,
Birds greet her with their cooing glad
Like bracelets’ tinkling song.
A diadem adorns the night
Of multitudinous stars;
Her silken robe is white moonlight,
Set free from cloudy bars;
And on her face (the radiant moon)
Bewitching smiles are shown:
She seems a slender maid, who soon
Will be a woman grown.
Over the rice-fields, laden plants
Are shivering to the breeze;
While in his brisk caresses dance
The blossomed-burdened trees;
He ruffles every lily-pond
Where blossoms kiss and part,
And stirs with lover’s fancies fond
The young man’s eager heart.
by-- Kalidasa
A Thing Of Beauty
A thing of beauty is a joy for ever:
Its lovliness increases; it will never
Pass into nothingness; but still will keep
A bower quiet for us, and a sleep
Full of sweet dreams, and health, and quiet breathing.
Therefore, on every morrow, are we wreathing
A flowery band to bind us to the earth,
Spite of despondence, of the inhuman dearth
Of noble natures, of the gloomy days,
Of all the unhealthy and o’er-darkn’d ways
Made for our searching: yes, in spite of all,
Some shape of beauty moves away the pall
From our dark spirits. Such the sun, the moon,
Trees old and young, sprouting a shady boon
For simple sheep; and such are daffodils
With the green world they live in; and clear rills
That for themselves a cooling covert make
‘Gainst the hot season; the mid-forest brake,
Rich with a sprinkling of fair musk-rose blooms:
And such too is the grandeur of the dooms
We have imagined for the mighty dead;
An endless fountain of immortal drink,
Pouring unto us from the heaven’s brink.
- By: John Keats
Some important books for making yourself smart
Language Technology: Speaking Module:
1. Natural Spoken English…by S.M Jakir hussian.
2. FM method (Spoken & Written book)..by Feroz Mukul Sir.
3. Spoken English ….by Mamunur Rashid .
4. A high level English Course book—1,2,3
5. Speaking software and modal verb--by S.M Jakir hussian.
6. Fowler`s A dictionary of Modern English Usage.
Grammar Module
1. A passage to the English Language-- S.M Jakir hussian.
2. Software (Talking Grammar, English Super, Short cut to IELTS-Tips)-- S.M. Zakir Hussain.
3. Tough English Made Simple-- S.M. Zakir Hussain.
4. English Grammar Album-- S.M. Zakir Hussain.
5. Sentence analysis for IELTS-- S.M. Zakir Hussain.
6. Encyclopedia of English Usage-- S.M. Zakir Hussain.
7. Resource book on English-- S.M. Zakir Hussain.
8. A Complete Practical Workbook—kutub e Jahan.(Competitive exam)
9. The Anatomy of English Sentence-- S.M. Zakir Hussain. (Competitive exam)
10. Oxford Practice Grammar—John Eastwood.
11. Practical English usage—Michel Swan.
12. Intermediate English Grammar—Raimund Mourfy.
13. High school English Grammar & composition—Wren & Martin.
14. British and American English Differentiated-- S.M. Zakir Hussain.
15. A short Approach to English---Mohiuddin Mahi.( Competitive exam)
16. A student Grammar of the English Language---by Leech & Svartvik (Longman).
17. The Conceptual basis of Language ---David McNeil.
18. The Architecture of Language ----Noam Chomsky.
19.Varsity English Grammar--- S.M. Zakir Hussain.
20.S@ifur`s Grammar.( Competitive exam)
21. Ins & Outs of Preposition---KM Saifuddin Sir.
22. Common mistake in English(longman)
23.S@ifur`s newest grammar.
24. Syntax-----by D. Thakur.
25. The English Verb----by F R Palmer.
26. Chomsky`s Universal Grammar----by VJ Cook.
27. “Grammar”----Frank Palmer.
28. Nesfield English Grammar.
29. A comprehensive Grammar of the English Language---by Sidney Greenbaum, Randolp Quirk, Geoffrey Leech, Jan Sartvik (longman).
30. Oxford Advanced Learner`s Dictionary (7th edition) A S Hornby.
31. Longman Dictionary of contemporary English. (Longman).
32. Chamber`s 21st Century Dictionary(chambers).
33. Webster`s New Encyclopedic Dictionary. (Merriam webster)
34. Pullum & Huddleston's "The Cambridge Grammar of the English Language".
35. Pullum & Huddleston's "A Student's Introduction to English Grammar".
Phonetics
1. Rohel Phonetics--- S.M. Zakir Hussain.
2. Magic Rules of Pronunciation—S.M. Zakir Hussain.
3. Effective Listening and Smooth Pronunciation—S.M. Zakir Hussain.
4. Easy English Pronunciation---MD. Abdul Monsoor.
5. FM`s Practical Phonetics.
6. S@ifur`s Phonetics.
7. English Pronouncing Dictionary---by Daniel Jones.
Vocabulary
1.Thematic Dictionary—S.M. Zakir Hussain.
2.Bangla Academy Dictionary.
3. Rohel Elaborate Dictionary(beng---Eng)—S.M. Zakir Hussain.
4. Rohel Dictionary of Synonyms & Antonyms—MD. Safiur Rahaman.
5. Word Power made easy---Norman Lewis
6. S@ifur`s Vocabulary.
7. Rohel Talking Vocabulary---S.M. Zakir Hussain.
8. FM necessary Vocabulary with Pronunciation.
9. GRE 5000 Vocabulary
Competive Exams
1.Barrons` SAT—1
2. Barrons` GMAT
3. Barrons` GRE
4. Official GMAT
5.GRE Big Book.
6. Barrons` TOEFL
7.Cliffs` TOEFL
8.Peterson`s TOEFL
9.kaplan TOEFL
Reading Module
1.S@ifur`s Reading.
2.Tactics For Effective Reading & Critical Thinking 1,2—S.M. Zakir Hussain.
3. The Tactics of Reading English Newspaper with Speaking Power 1, 2—Muklesuzzaman Khan.
4. Books of Cambridge (7,6,5,4,2,1)
5.Reading and Vocabulary Workbook for the TOEFL exam(academic test preparation series)----Elizabeth Dary, Karen Dary. Publisher: ARCO
6. Reading for the Toefl Test (Toefl Reading in a Flash) by Milada Broukal, Publisher: Peterson’s Guides.7. Peterson’s Toefl Reading Flash: The Quick Way to Build Reading Power (Toefl Flash Series) by Milada Broukal, Publisher: Petersons.
8. Heinle & Heinle TOEFL Test Assistant: Reading by Milada Broukal, Paperback: 144 pages, Publisher: International Thomson Publishing.
9.Cambridge Preparation for the TOEFL® Test Book with CD-ROM (Cambridge Preparation for the TOEFL Test) by Jolene Gear, Robert Gear, Paperback: 616 pages, Publisher: Cambridge University Press
Wtiting Module
1.Rohel free hand writing—S.m. Zakir Hussain.
2.Universal Writing Skills---S.m.Zakir Hussain.
3. S@ifur`s free hand writing
4. Effective Writing Skill For The Advance Learners---Zakir Hussain
5. FM IELTS Writing module
Books for honors
1. Viva-voce in English Literature: Select Quotations and Dictionary of Literary Terms. By: Khondoker Moatak Ahmed
2. Honors question bank (compiled by Md. Abul Bashar & Tofail Azam)
3. A companion to comprehensive Examination and viva voce in English Literature (By-Khondoker Mostak Ahmed)
4. Honors Guide Part-1 Paper 1& 2 (by- Experienced Professors)
5. Honors Guide Part-2 Paper-3 (by- Experienced Professors)
6. ইংরেজি সাহিত্যের ইতিহাস (ডঃ সৈয়দ সাজ্জাদ হোসায়েন)।
7. আরিস্টটলের পোয়েটিক্স অনুবাদঃ সুনীল কুমার মুখোপাধ্য।
8. চার্লস ডিকেন্স (এ টেল অব টু সিটিজ) অনুবাদঃ তানিয়া তাহমিনা।
9. গালিভারের ভ্রমন কথাঃ মূল- জোনাথন সুইফট অনুবাদঃ তুহিন কুমার মুখোপাধ্যায়।
বাংলা সাহিত্য
1. বাঙলার ইতিহাস—ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
2. বিদ্যাসাগর চরিত
3. সংস্কৃত ভাষা ও সংস্কৃত ভাষা বিষয়ক প্রস্তাব –বিদ্যাসাগর।
4. কাব্য মিমাংসা- রাজশেখর।
5. আইন ই আকবরি—আবুল ফজল ।
6. শব্দকল্পদ্রুম—সংকলকঃ রাজা রাধাকান্ত সম্পাদকঃ করুনাসিন্ধু বিদ্যানিধি।
7. অর্থশাস্ত্র—কৌটিল্য।
8. ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়—অক্ষয় কুমার দত্ত।
9. আঁধার ও আধেয়-- হূমায়ন আজাদ।
10. বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য—অধ্যাপক যতিন সরকার।
11. বাঙালির চিন্তা চেতনার বিবর্তন ধারা—আহমদ শরীফ।
12. অসীমের স্পন্দ—আনিসুর রহমান।
13. ভাষা প্রকাশ বাংলা ব্যকরণ—ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্য।
14. বাংলা ব্যকরণ—ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্।
15. নজরুল স্বরলিপি—কাজী নজরুল ইসলাম।
16. সুরলিপি--কাজী নজরুল ইসলা।
বাংলা বিজ্ঞান
1. মহাবিশ্ব’র প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে—অভিজিৎ রায় ও ফরিদ আহ্মদ ।(অবসর প্রকাশনী,২০০৭)
2. বিবর্তনের পথ ধরে—বন্যা আহ্মদ।
3. আলো হাতে চলিয়াছে আধাঁরের যাত্রী-- অভিজিৎ রায়।
4. স্বতন্ত্র ভাবনা--অভিজিৎ রায়।
5. অবিশ্বাসের দর্শন--অভিজিৎ রায়।
6. বিজ্ঞান ও ধর্মঃ সংঘাত নাকি সমন্নয় –২০০৮(মুক্তমনা প্রকাশন)
7. যুক্তিপত্র (বিতর্ক শিল্পের সহজপাঠ)—ফাহমিদা ইয়াসমিন কানিয়া।
8. বাংলা লেখার নিয়মকানুন—হায়াৎ মামুদ।
9. সাহিত্যের পরিভাষাকোষ (১ম থেকে ১২ খন্ড)-চঞ্চল আশরাফ
কবিতার সৌন্দর্য ও অন্যান্য বিবেচনা --- চঞ্চল আশরাফ
বাংলা একাডেমী বাঙলা উচ্চারণ অভিধান –নরেন বিশ্বাস। ২৭০৳
ব্যবহারিক বাংলা উচ্চারন—গোলাম সরোয়ার ।
লেখালেখির ব্যাকরণ- ফারুক নওয়াজ
আবৃত্তি শিক্ষণ – ফইয়জুল আলম পাপ্পু
বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান—ডঃ মুহাম্মদ এনামুল হক । ৩৬৯৳
বাংলা একাডেমী বাংলা বানান অভিধান – জামিল চৌধুরি ৩৯৬৳
ছন্দ শেখার কলাকৌশল – হাসান রাউফুন ১৩২৳
সমার্থাভিধান – শ্রী প্রানতোষ ঘতক ১৭৪৳
বাংলা শব্দ বর্ণ বানান—হোসাইন রিদাওনান খান ২৫৮৳
সংস্কৃত ভাষা শিক্ষা – অসীম সরকার ৭২৳
আধুনিক বাংলা বানান ও লেখার নিয়ম কানুন—দেলয়ার হোসেন মন্ডল ১৩১৳
সংগীত সাধক অভিধান—মোবারক হোসেন খান ১৩৫৳
কবিতা, ছন্দ ও আবৃত্তির ব্যাকারণ—ফারুখ নওয়াজ
বাংলা শব্দের উৎস অভিধান-ফরহাদ খান
চাটগাঁ ভাষার রূপ পরিচয়—মাহবুবুল হক
ধ্বনিবিজ্ঞান পরিচয়—ফ্রফেসর কালাম মাহমুদ
আবৃত্তি ক্লাস--- মির বরকত ২১৫৳
আবৃত্তি মঞ্জুরি--- ফয়জুল্লাহ সাইদ ৩৪০৳
আবৃত্তি ও উপস্থাপনা---ফয়জুল্লাহ সাইদ ২৫৫৳
ধবনির কথা, আবৃত্তির কথা---সানজিদা খাতুন---৪৫৳
লেখক হওয়ার কলাকৌশল (১/২)--হৃদয় গেল্---৯০৳
যে গল্পে হৃদয় জাগে (১/২/৩)---হৃদয় গেল্---৯০৳
সেক্রেটিসের আগে---মশিউল রহমান, বার্ট্রান্ড রাসেল ৯০৳
শিক্ষা প্রসঙ্গ—রাসেল । ২২০৳
গ্রিক দর্শন—ডঃ রশীদুল আলম
প্লেটোর রিপাবলিক—সরদার ফজলুল করিম
অস্তিত্ববাদ ও নাস্তিকতা-- আবু মহি মুসা
পাশ্চাত্য দর্শনের ইতিহাস (প্রাচীন কাল থেকে সমকাল)—ডঃ রশীদুল আলম
পরীক্ষণ মনোবিজ্ঞান ও গবেষণা পদ্ধতি—ডঃ কাজী সাইফুদ্দিন ও ডঃ নাজমুল আহসান খান
মন ও মানসিকতা---মেহতাব খানম
সংশয়ীদের ঈশ্বর—আহমাদ মোস্তফা কামাল
অন্তর দৃষ্টি—ফৌজিয়া খান
বিশ্লেষণী দর্শন---ডঃ আব্দুল মতিন
মনের ধারণা----আলী আফজাল কৌরেশি
জ্ঞান তত্ব--- আব্দুর রশিদ
সফলতা অর্জনের বিজ্ঞান---এস এম জাকির হুসাইন
মহাবিশ্বের সৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের রহস্য উদ্ঘাটন (কোরানের আলোকে)---এস এম জাকির হুসাইন
আত্নোপলব্ধি ও মনের শক্তি----এস এম জাকির হুসাইন
মেঘের আড়ালে চাঁদঃ সত্যকে দেখার অব্যার্থ উপায় (কোরানের আলোকে)—এস এম জাকির হুসাইন
অসুস্থতার আনন্দ—এস এম জাকির হুসাইন
ব্যার্থতা ও হতাশার অবসান—এস এম জাকির হুসাইন
দুখঃ কষ্টের মুল্য ও সদ্ব্যবহার---এস এম জাকির হুসাইন
জ্ঞানের মনস্তত্ত্ব—এস এম জাকির হুসাইন
নিত্য দিনের আইন—এস এম জাকির হুসাইন
মানুষের মুল্য ও সত্য—এস এম জাকির হুসাইন
সাধনা ও ধ্যন (কোরানের আলোকে)---এস এম জাকির হুসাইন
প্রশান্ত আত্নায় মৃত্যূহীন পরম শান্তি (কোরানের আলোকে)---এস এম জাকির হুসাইন
অন্তরের তীর্থযাত্রা—এস এম জাকির হুসাইন
আধ্যাত্নিক বুদ্ধির বিকাশ (কোরানের আলোকে)---এস এম জাকির হুসাইন
জীবনের লক্ষ্য—এস এম জাকির হুসাইন
নাস্তিকের মনস্তত্ত্ব–এস এম জাকির হুসাইন
গনিতের বিস্ময়কর জগৎ--এস এম জাকির হুসাইন
সাইফুর’স জ্যামিতি
ফ্রানৎস কাফকা গল্পসমগ্র---মাসরুর আরেফিন
মুক্তি যুদ্ধের ইতিহাস---মুহাম্মদ জাফর ইকবাল
ব্রেক এন্ড বিল্ড---শামিম এইচ নাহিন
এরিস্টটলের নিকোমেকিয়ান এথিক্স---হাসনা বেগম
মেধা বিকাশের কলাকৌশল---ফ্রফেসর জামাল আহমেদ
জীবন গঠনের সফলতার গাইডলাইন---মোহাম্মদ মৃধা শফিক
একজন সুবক্তার সুদক্ষ উপস্থাপন কৌশল---মোস্তাক আহমেদ
বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি---মোস্তাক আহ্মেদ
বক্তৃতা শিখবেন কিভাবে----ডেল কার্নেগি
বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য গুরুত্বপুর্ণ বই
বাংলা
১। রেঁনেসা (বাংলার জন্য)---ইসমাইল হোসেন।
২। নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ।
৩। ধূমকেতু (বাংলার জন্য)---
৪। পারাবার (বাংলা)---UCC।
৫। Mp3 বাংলা সাহিত্য।
ইংরেজি
১। Compact (UCC)
2. Syntax---sajadul Islam (sajid).
3. Practical English Workbook---Kutub- e-Jahan.
4. MP3 English for varsity Admission.
4. Oracle BCS Preliminary English.
5. English for competitive Exam (professor`s prokasoni).
6. S@ifur`s Analogy.
7. S@ifur`s student Vocabulary.
8. S@ifur`s Reading.
9. S@ifur`s Capsule for varsity Admission.
10. Text Bulletin--- (UCC).
11. Vocabulary Bulletin--- (UCC)
12. Trump Card (Comprehension) ---UCC
সাধারণ জ্ঞান
১। কারেন্ট আফেয়ার্স (মাসিক পত্রিকা)
২। মাসিক কারেন্ট ওয়ার্ল্ড।
৩। ওরাকেল বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি।
৪। প্রফেসর’স বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি।
৫। তথ্য কোষ (UCC)
৬।
হিসাব বিজ্ঞান
১। RAB`S
2. Abacus (UCC)
Management
1. Mirror (UCC)
2. Fundamentals
Math
1. Math plus
2. Quantum---UCC
3. Math Bulletin (BBA of IBA)---UCC
Chemistry
1. Aspirin----UCC
2. Chemistry Plus
3.
Physics
1. Fusion---UCC
2. Podartho bicitra
Biology
1. Jibkosh---UCC
2. Key to biology----UCC
ইংরেজি বিষয়ে সকল টিপস পেতে এই সাইটটি প্রতিদিন ভিজিট করুন :) ।
ReplyDeleteঅনলাইন স্কুল বাংলাদেশ