প্রিয় ভার্সিটি ভর্তিচ্ছুদের প্রতি বলছি,
তোমরা যারা বিভিন্ন কোচিং এ ভর্তি হয়েছে তারা ভাবিও না যে এটাই তোমার সব। মনে রাখবে কোচিং এর শীট পড়ে কিংবা কোচিং এ ক্লাস করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা এক্কেবারে ০% যদিনা তুমি বাসায় নিজেকে সময় দাও । বিভিন্ন কোচিং এ শুধুমাত্র তোমাকে প্রেস্ক্রিপশনটাই দিবে। কিন্তু মেডিসিনটা তোমাকে বাসায় খেতে হবে । আমাদের সবার একটা টেন্ডেন্সি আছে যে এইচ এস সি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা কোন না কোন কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায় এবং নিজেদেরকে টেনশনমুক্ত মনে করি । বিভিন্ন কোচিং সেন্টার শুধুমাত্র ক্লাস টেষ্ট আর শিট পড়ানোতে ব্যাস্ত থাকে। কিন্তু পড়া আদায় করার কোন রকম সুযোগ নাই তাই যাদের বেসিক কিছুটা দুর্বল তারা ভালো কিছু করতে পারে না । ভালো ভালো কিছু টিচার দ্বারা তারা প্রথম দিকের ক্লাসগুলো নিয়ে নায় আর মাঝামাঝি থেকে সাধারণমানের টিচার স্বারা ক্লাস নেওয়া হয় । এই হচ্ছে বাস্তবতা । কোচিংসেন্টারগুলো শিক্ষার্থীরা কি বুঝল আর কি বুঝলনা তার দিয়ে বেশি নজর না দিয়ে মডেল টেষ্টকে বেশী মুল্যায়ণ করে। আর তাই সেখানে ভালো ভালো মার্কস পাওয়া সত্বেও তারা অনেকেই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না । তাই যাদের বেসিক ধরণা মোটামুটি তাদের উচিত বিভিন্ন ভালো মানের বই পড়া ও ভালো কোন teacher এর কাছ থেকে প্রত্যক্ষ সহযোগিতা নেওয়া । যারা বিভিন ভার্সিটিতে চান্স পায় তারা আদও কোচিং এ পড়েছে কিনা সন্দেহ আছে । যদিও বিভিন্ন কোচিং তাদের বিজ্ঞাপন দিয়ে সবাইকে আকৃষ্ট করার চেষ্টা করে । তাই আমার পরামর্শ হচ্ছে সময় থাকতে ভালো কোন সাবজেক্ট ওয়াইজ টচারের কাছে ভালো ধারণা নিয়ে তারপর ঐ সব কোচিং শুধু মডেল টেষ্ট দিবে ।এতে তোমার প্রস্তুতি আরো শানিত হবে এবং লিমিটেড ব্যাস টিচারের কাছে পড়লে ভালো কারণ এতে টিচার সবাইকে individually সময় দিবে। তাছাড়া ভালো কিছু বই সার্ক্ষনিক রাখতে হবে
বাংলার জন্যঃ
১। রেঁনেসা (বাংলার জন্য)---ইসমাইল হোসেন।
২। নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ।
৩। পারাবার (বাংলা)---UCC ।
৪। Mp3 বাংলা সাহিত্য।
ইংরেজির জন্যঃ
১। Compact (UCC)
2. MP3 English for varsity Admission.
৩. English for competitive Exam (professor`s prokasoni).
৪। S@ifur`s Reading comprehension
৫. Text Bulletin--- (UCC).
৬. Cliff`s TOEFL
সাধারণ জ্ঞানের জন্যঃ
১। কারেন্ট আফেয়ার্স (মাসিক পত্রিকা)
২। ওরাকেল বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি।
৩। তথ্য কোষ (UCC)
৪। MP3 বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ
হিসাব বিজ্ঞান এর জন্যঃ
১। RAB`S
2. Abacus (UCC)
ব্যবস্থাপনার জন্যঃ
১। Mirror (UCC)
২। Fundamentals of management
গনিতের জন্যঃ
1. Math plus
2. Quantum---UCC
3. Math Bulletin (BBA of IBA)---UCC
রসায়নের জন্যঃ
1. Aspirin----UCC
2. Chemistry Plus
পদার্থবিজ্ঞানের জন্যঃ
1. Fusion---UCC
2. Podartho bicitra
জীব বিজ্ঞানের জন্যঃ
1. Jibkosh---UCC
2. Key to biology----UCC
নিজ নিজ ইউনিট অনুযায়ী উপরোক্ত বই গুলো কেনা হবে তোমার জীবনের একটি ফলপ্রসু বিনিয়োগ । তাই কোচিং ভর্তি না হয়ে সেই টাকা দিয়ে উপরোক্ত বইগুলো কেনাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ । কিংবা কারো কাছে থাকলে নিয়ে নিতে পারো।
দিক নির্দেশনায় --------
রাজিব রায় ।
ইংরেজি বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তোমরা যারা বিভিন্ন কোচিং এ ভর্তি হয়েছে তারা ভাবিও না যে এটাই তোমার সব। মনে রাখবে কোচিং এর শীট পড়ে কিংবা কোচিং এ ক্লাস করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা এক্কেবারে ০% যদিনা তুমি বাসায় নিজেকে সময় দাও । বিভিন্ন কোচিং এ শুধুমাত্র তোমাকে প্রেস্ক্রিপশনটাই দিবে। কিন্তু মেডিসিনটা তোমাকে বাসায় খেতে হবে । আমাদের সবার একটা টেন্ডেন্সি আছে যে এইচ এস সি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা কোন না কোন কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায় এবং নিজেদেরকে টেনশনমুক্ত মনে করি । বিভিন্ন কোচিং সেন্টার শুধুমাত্র ক্লাস টেষ্ট আর শিট পড়ানোতে ব্যাস্ত থাকে। কিন্তু পড়া আদায় করার কোন রকম সুযোগ নাই তাই যাদের বেসিক কিছুটা দুর্বল তারা ভালো কিছু করতে পারে না । ভালো ভালো কিছু টিচার দ্বারা তারা প্রথম দিকের ক্লাসগুলো নিয়ে নায় আর মাঝামাঝি থেকে সাধারণমানের টিচার স্বারা ক্লাস নেওয়া হয় । এই হচ্ছে বাস্তবতা । কোচিংসেন্টারগুলো শিক্ষার্থীরা কি বুঝল আর কি বুঝলনা তার দিয়ে বেশি নজর না দিয়ে মডেল টেষ্টকে বেশী মুল্যায়ণ করে। আর তাই সেখানে ভালো ভালো মার্কস পাওয়া সত্বেও তারা অনেকেই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না । তাই যাদের বেসিক ধরণা মোটামুটি তাদের উচিত বিভিন্ন ভালো মানের বই পড়া ও ভালো কোন teacher এর কাছ থেকে প্রত্যক্ষ সহযোগিতা নেওয়া । যারা বিভিন ভার্সিটিতে চান্স পায় তারা আদও কোচিং এ পড়েছে কিনা সন্দেহ আছে । যদিও বিভিন্ন কোচিং তাদের বিজ্ঞাপন দিয়ে সবাইকে আকৃষ্ট করার চেষ্টা করে । তাই আমার পরামর্শ হচ্ছে সময় থাকতে ভালো কোন সাবজেক্ট ওয়াইজ টচারের কাছে ভালো ধারণা নিয়ে তারপর ঐ সব কোচিং শুধু মডেল টেষ্ট দিবে ।এতে তোমার প্রস্তুতি আরো শানিত হবে এবং লিমিটেড ব্যাস টিচারের কাছে পড়লে ভালো কারণ এতে টিচার সবাইকে individually সময় দিবে। তাছাড়া ভালো কিছু বই সার্ক্ষনিক রাখতে হবে
বাংলার জন্যঃ
১। রেঁনেসা (বাংলার জন্য)---ইসমাইল হোসেন।
২। নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ।
৩। পারাবার (বাংলা)---UCC ।
৪। Mp3 বাংলা সাহিত্য।
ইংরেজির জন্যঃ
১। Compact (UCC)
2. MP3 English for varsity Admission.
৩. English for competitive Exam (professor`s prokasoni).
৪। S@ifur`s Reading comprehension
৫. Text Bulletin--- (UCC).
৬. Cliff`s TOEFL
সাধারণ জ্ঞানের জন্যঃ
১। কারেন্ট আফেয়ার্স (মাসিক পত্রিকা)
২। ওরাকেল বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি।
৩। তথ্য কোষ (UCC)
৪। MP3 বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ
হিসাব বিজ্ঞান এর জন্যঃ
১। RAB`S
2. Abacus (UCC)
ব্যবস্থাপনার জন্যঃ
১। Mirror (UCC)
২। Fundamentals of management
গনিতের জন্যঃ
1. Math plus
2. Quantum---UCC
3. Math Bulletin (BBA of IBA)---UCC
রসায়নের জন্যঃ
1. Aspirin----UCC
2. Chemistry Plus
পদার্থবিজ্ঞানের জন্যঃ
1. Fusion---UCC
2. Podartho bicitra
জীব বিজ্ঞানের জন্যঃ
1. Jibkosh---UCC
2. Key to biology----UCC
নিজ নিজ ইউনিট অনুযায়ী উপরোক্ত বই গুলো কেনা হবে তোমার জীবনের একটি ফলপ্রসু বিনিয়োগ । তাই কোচিং ভর্তি না হয়ে সেই টাকা দিয়ে উপরোক্ত বইগুলো কেনাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ । কিংবা কারো কাছে থাকলে নিয়ে নিতে পারো।
দিক নির্দেশনায় --------
রাজিব রায় ।
ইংরেজি বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
This comment has been removed by the author.
ReplyDeletevaia finanace er jonnon kon boi ta porbo ektu bolben plzzz...
ReplyDelete