PopAds.net - The Best Popunder Adnetwork Sahitto Blog: 08/08/13

Thursday, August 8, 2013

প্রকৃতির প্রতি ভালোবাসা




প্রকৃতির প্রতি ভালোবাসা

                .....................রাজিব রায়
নিষ্ঠুর প্রকৃতি আজ, দাঁড়ায়াছে মোর বিপরীতে  
                             করিয়াছি কাজ সারাটা জীবন ধরে, পরহিত ব্রতে
কখনো ভাবিনী এমনটা , হবে মোর জীবনে
                               এখনো ছুটছি আমি, জীবন অন্বেষণে ...
একদা আমায় বলিল নিষ্ঠুর প্রকৃতি,  
                                  কর মোর সেবা যদি চাও নিষ্কৃতি ।
“জীবনটা আজ আমার হাতে” বলিল, সেই প্রকৃতি ।।  
                                   একি শান্ত, স্নিগ্ধ শ্যামল, কোমলতার পরশ
যখন আমি বীচে গেলাম, মনটা  হলো বেজায় সরস ।
                                  মুক্ত ভূমি, মুক্ত আকাশ, মুক্ত শান্ত বাতাস
যখন ভাবি কেন এমন, মনটা হয় শুধুই হতাশ ।।
                                   এটিই ছিল বোদ হয় আমার, নিষ্ঠুর পরিনতি  
“জীবনটা আজ আমার হাতে ” বলিল, সেই প্রকৃতি ।।
                                   সন্ধ্যা যখন এলো নেমে, বকেরা সব ডানা মেলে
ফিরছে তারা ঘরের খোঁজে, সার দিনের ক্লান্তি শেষে ।
                                   দেখে আমার চিত্ত জুড়ায়, মনে রঙ্গীন ঘুড়ি উড়ায়...
সুর্য যখন ডুবে ডুবে, ছেলেরা সব ঝিনুক খুঁজে
                                   জোয়ার তখন আসছে তেড়ে , পাথর গুলো গেল ভিজে ।।
দেখ ঐ, ছোট্ট বোটের ছেলেটা যে, করছে কি !  
                                       “জীবনটা আজ আমার হাতে” বলিল, সেই প্রকৃতি । ।

শ্রাবণের চরিত্র

                  ......... রাজিব রায়

এইতো সময় কিছুক্ষন   
                      বৃষ্টি এলো ঝমঝম
কেমন জানি অন্য রকম
                      নেইতো বাতাস শন শন ।।
হটাৎ বৃষ্টি নেইকো মেঘ
                        বায়ু দেবতার কেমন খেদ ।
ভেতরটা আজ ভীষন গরম
                         ফুলগুলো সব লাগছে চরম ।
আমি যখন ঘুমাচ্ছিলাম
                           স্বপনের ঘুড়ি উড়াচ্ছিলাম             
ব্জ্রপাত যে গেল কোথায় ?
                            রংধনুটা উঠছে মাথায় ।।
হঠাৎ বৃষ্টি থেমে গেল !
                             পাখিরা সব বের হলো
কেমন জানি কি হলো
                                 রংধনুটা উঠেই গেল ।।
মেঘ বালিকা কোথায় এখন ?
                                  রঙ্গের ছটা খেলছে যখন
আকাশ খুব লাল হলো গো
                                   উঠছে ফুঁসে খেলার জো ।।
আনন্দের আর নেইকো শেষ
                                  মেয়ে ছেলেদের কেমন বেশ !
পাড়ার দিদি বলছে ডেকে
                                   কই গেলিরে সব তোরা ,
রং বেরঙ্গে মাখছে গায়ে
                                  ভিন দেশি ঐ বর্নচোরা । 

মাতৃ ভাবনা


.................রাজিব রায় 

মাগো, তুমি কোথায় গেলে আমায় ছেড়ে ?
যদি কোন দুঃখ থাকে, ফেলে দাও ঝেড়ে ।।
অসভ্য ! এক সত্য ইতিহাস কে না জেনে
তোমার যাওয়াকে আমি, নিতে পারছিনা মেনে ।।  
ভালোবাসার অভাব ছিল, এটা জানি ঠিক... ,
হন্য হয়ে খুঁজছি আমি, তোমায় দিক্‌ বিদিক্‌ ।।    
অন্তরের যত কথা, বললাম নাতো তো'মায়
যখন আমি ছিলাম ভালো ,বিজ্ঞানের ঐ আস্তানায় ।।
বুঝতে চাওনি গো মা , সেই ছেলেটার মন...  
তোমার কথা ভাবি আমি, শুধুই সারাক্ষণ  ।। 
তুমি মাগো আছো কোথায় , কেউতো জানেনা
হৃদে আমার করুন ব্যাথা ,আর যে সহেনা ।।
আজো আমি বসে আছি, শুধু  তোমারি প্রতীক্ষায়
না পেয়ে মন তোমায় আবার, শুধুই আমায় কাঁদায় ।। 
জল ছাড়া মাছ যেমন-করে, তিক্ত হাহাকার !
হয়েছি ধন্য তোমারি জন্য , এই আমার অধিকার ।।
ফিরে এসো মা তোমার ছেলে ,আজ বসেছে দ্বারে
কেঁদেছি কতকাল থেকেছি আমি ,তৃপ্ত অনাহারে ।।
বোঝনাতো ছেলের মন ,করতে পারিনি তোমায় আপন
আসছেনা ঘুম কোন মতে ,জেগে দেখছি তোমার স্বপন ।।
দুঃখ ভারাক্রান্তে জর্জরিত আজ ,আমার হৃদয় খানি
ফিরে যদি না আসো মা ,নিজেরে দিব কোরবানি ।।