......... রাজিব রায়
এইতো সময় কিছুক্ষনবৃষ্টি এলো ঝমঝম ।
কেমন জানি অন্য রকম
নেইতো বাতাস শন শন ।।
হটাৎ বৃষ্টি নেইকো মেঘ
বায়ু দেবতার কেমন খেদ ।
ভেতরটা আজ ভীষন গরম
ফুলগুলো সব লাগছে চরম ।।
আমি যখন ঘুমাচ্ছিলাম
স্বপনের ঘুড়ি
উড়াচ্ছিলাম ।
ব্জ্রপাত
যে গেল কোথায় ?
রংধনুটা উঠছে মাথায় ।।
হঠাৎ
বৃষ্টি থেমে গেল !
পাখিরা সব বের হলো ।
কেমন
জানি কি হলো
রংধনুটা উঠেই গেল ।।
মেঘ বালিকা
কোথায় এখন ?
রঙ্গের ছটা
খেলছে যখন ।
আকাশ
খুব লাল হলো গো
উঠছে ফুঁসে
খেলার জো ।।
আনন্দের
আর নেইকো শেষ
মেয়ে ছেলেদের
কেমন বেশ !
পাড়ার
দিদি বলছে ডেকে
কই গেলিরে সব
তোরা ,
রং
বেরঙ্গে মাখছে গায়ে
ভিন দেশি ঐ
বর্নচোরা ।।
No comments:
Post a Comment