PopAds.net - The Best Popunder Adnetwork Sahitto Blog: প্রকৃতির প্রতি ভালোবাসা

Thursday, August 8, 2013

প্রকৃতির প্রতি ভালোবাসা




প্রকৃতির প্রতি ভালোবাসা

                .....................রাজিব রায়
নিষ্ঠুর প্রকৃতি আজ, দাঁড়ায়াছে মোর বিপরীতে  
                             করিয়াছি কাজ সারাটা জীবন ধরে, পরহিত ব্রতে
কখনো ভাবিনী এমনটা , হবে মোর জীবনে
                               এখনো ছুটছি আমি, জীবন অন্বেষণে ...
একদা আমায় বলিল নিষ্ঠুর প্রকৃতি,  
                                  কর মোর সেবা যদি চাও নিষ্কৃতি ।
“জীবনটা আজ আমার হাতে” বলিল, সেই প্রকৃতি ।।  
                                   একি শান্ত, স্নিগ্ধ শ্যামল, কোমলতার পরশ
যখন আমি বীচে গেলাম, মনটা  হলো বেজায় সরস ।
                                  মুক্ত ভূমি, মুক্ত আকাশ, মুক্ত শান্ত বাতাস
যখন ভাবি কেন এমন, মনটা হয় শুধুই হতাশ ।।
                                   এটিই ছিল বোদ হয় আমার, নিষ্ঠুর পরিনতি  
“জীবনটা আজ আমার হাতে ” বলিল, সেই প্রকৃতি ।।
                                   সন্ধ্যা যখন এলো নেমে, বকেরা সব ডানা মেলে
ফিরছে তারা ঘরের খোঁজে, সার দিনের ক্লান্তি শেষে ।
                                   দেখে আমার চিত্ত জুড়ায়, মনে রঙ্গীন ঘুড়ি উড়ায়...
সুর্য যখন ডুবে ডুবে, ছেলেরা সব ঝিনুক খুঁজে
                                   জোয়ার তখন আসছে তেড়ে , পাথর গুলো গেল ভিজে ।।
দেখ ঐ, ছোট্ট বোটের ছেলেটা যে, করছে কি !  
                                       “জীবনটা আজ আমার হাতে” বলিল, সেই প্রকৃতি । ।

No comments:

Post a Comment