শ্রাবনের চরিত্র
......... রাজিব রায়
এইতো সময় কিছুক্ষনবৃষ্টি এলো ঝমঝম ।
কেমন জানি অন্য রকম
নেইতো বাতাস শন শন ।।
হটাৎ বৃষ্টি নেইকো মেঘ
বায়ু দেবতার কেমন খেদ ।
ভেতরটা আজ ভীষন গরম
ফুলগুলো সব লাগছে চরম ।।
আমি যখন ঘুমাচ্ছিলাম
স্বপনের ঘুড়ি উড়াচ্ছিলাম ।
ব্জ্রপাত যে গেল কোথায় ?
রংধনুটা উঠছে মাথায় ।।
হঠাৎ বৃষ্টি থেমে গেল !
পাখিরা সব বের হলো ।
কেমন জানি কি হলো
রংধনুটা উঠেই গেল ।।
মেঘ বালিকা কোথায় এখন ?
রঙ্গের ছটা খেলছে যখন ।
আকাশ খুব লাল হলো গো
উঠছে ফুঁসে খেলার জো ।।
আনন্দের আর নেইকো শেষ
মেয়ে ছেলেদের কেমন বেশ !
পাড়ার দিদি বলছে ডেকে
কই গেলিরে সব তোরা ,
রং বেরঙ্গে মাখছে গায়ে
ভিন দেশি ঐ বর্নচোরা ।।
কিছু গুরুত্বপুর্ন প্রবাদঃ
“ সময়ে যে না দেয় চাষ,
তার দুঃখ বার মাস”
-------প্রবাদ
“কলা রুয়ে না কেট পাত
তাতে কাপড় তাতেই ভাত”
----খনার বচন।
“এক হাত বোল্লা বার হাত শিং
উড়ে যায় বোল্লা ধা তিং তিং”
-----প্রবাদ।
“পৃথিবীতে আর কিছু নেই
চরিত্রের চেয়ে দামি
চরিত্র এক অমুল্য ধন
চির কল্যানকামী। “
----কবি।
“চন্দ্র কহে বিশ্ব আলো দিয়েছি ছড়ায়ে
কলঙ্ক যা আছে তাহা মোছ মোর গায়ে।“
----রবিন্দ্রনাথ ঠাকুর।
“সময় কারো হাতধরা নয়
সময় হয় জলের মতন।“
----প্রবাদ।
“পরিশ্রম ধন আনে,কর্মে আনে সুখ ,
আলস্যে দারিদ্র্য আনে,পাপে আনে দুঃখ।“
-----প্রবাদ।
“কেন পান্থ ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ
উদ্যম বিহনে কার পুরে মনোরথ?”
-----কৃষ্ণচন্দ্র মজুমদার।
“নিয়মের পথ ধরে গড়লে জীবন
সফলতা নিয়ে আসে সুখের স্বপন,
গুনাবলি ফুটে উঠে ছড়ায় যে খ্যাতি
কতনা সুনাম পায় দেশ আর জাতি।“
----কবি।
“বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ
কিন্তু কেড়ে নিয়েছে আবেগ।“
--------যাযাবর।
বানী
“অনেক মানুষ আছেন যাদের দক্ষতা আছে,এমন কি সফল হবার আগ্রহ আছে,কিন্তু যে কারনে হোক ইচ্ছের তেমন জোর নেই,বা বলা যাই যথেষ্ট আকুলতাও নেই। তাদের উন্নতির সম্ভাবনা খুবই কম”। -বানী
“সবচেয়ে বেশি সাফল্য পেতে যাদের ঐকান্তিক আগ্রহ থাকে তারাই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছতে পারেন”। -বানী
“উৎসাহী ও উদ্যমী মানুষেরা অসাধারণ কীর্ত্তির স্বপ্ন দেখেন এবং তারা অনাগত ভবিষ্যতের জন্যে প্রস্তুত হয়ে থাকেন”।-বানী
“মহান আদর্শবাদ ও স্বপ্নদর্শী পরিকল্পনার ফল হিসেবেই আমরা ঐ্কান্তিক প্রচেষ্টায় চরম উৎকর্ষ দেখতে পাই। ফলাফল নির্বিশেষে এই মহৎ প্রচেষ্টাগুলি ইতিহাস রচনা করতে সমর্থ হয়”।-বানী
“মহত্ব লাভ করতে গেলে নিজের আদর্শে আপনার বিশ্বাস হওয়া চাই আন্তরিক ও আবেগপূর্ণ”।-বানী
প্রকৃতির প্রতি ভালোবাসা
.....................রাজিব রায়
নিষ্ঠুর প্রকৃতি আজ, দাঁড়ায়াছে মোর বিপরীতে
করিয়াছি কাজ সারাটা জীবন ধরে, পরহিত ব্রতে
কখনো ভাবিনী এমনটা , হবে মোর জীবনে
এখনো ছুটছি আমি, জীবন অন্বেষণে ...
একদা আমায় বলিল নিষ্ঠুর প্রকৃতি,
কর মোর সেবা যদি চাও নিষ্কৃতি ।
“জীবনটা আজ আমার হাতে” বলিল, সেই প্রকৃতি ।।
একি শান্ত, স্নিগ্ধ শ্যামল, কোমলতার পরশ
যখন আমি বীচে গেলাম, মনটা হলো বেজায় সরস ।
মুক্ত ভূমি, মুক্ত আকাশ, মুক্ত শান্ত বাতাস
যখন ভাবি কেন এমন, মনটা হয় শুধুই হতাশ ।।
এটিই ছিল বোদ হয় আমার, নিষ্ঠুর পরিনতি
“জীবনটা আজ আমার হাতে ” বলিল, সেই প্রকৃতি ।।
সন্ধ্যা যখন এলো নেমে, বকেরা সব ডানা মেলে
ফিরছে তারা ঘরের খোঁজে, সার দিনের ক্লান্তি শেষে ।
দেখে আমার চিত্ত জুড়ায়, মনে রঙ্গীন ঘুড়ি উড়ায়...
সুর্য যখন ডুবে ডুবে, ছেলেরা সব ঝিনুক খুঁজে
জোয়ার তখন আসছে তেড়ে , পাথর গুলো গেল ভিজে ।।
দেখ ঐ, ছোট্ট বোটের ছেলেটা যে, করছে কি !
“জীবনটা আজ আমার হাতে” বলিল, সেই প্রকৃতি । ।
আপনার চমৎকার পোস্ট এর জন্য ধন্যবাদ। এ রকম সুন্দর সুন্দর কবিতা পেয়ে সত্যি আমরা উপকৃত।
ReplyDeleteআপনি যদি এই রকম সুন্দর সুন্দর কবিতা, এস এম এস , গল্প সহ আরও অনেক কিছু পেতে চান?
তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট : socialbangla.com
শুধু তাই নয়???
socialbangla.com is latest and largest Bangladesh Database.You can find here available latest Bangla jokes, romantic jokes, kupakupi jokes, kobita, bangla kobita, kobider kobita, romantic kobita, History of bangladesh, kobitar khata, short story, Love story, etc. so you are welcome to socialbangla.com
জোকস
Bangla Sms
বাংলা ভালবাসার এস এম এস
Sad Sms
History of Bangladesh
ভালবাসার কবিতা
কবিদের কবিতা
বাংলা কবিতা
বাংলা ভালবাসার গল্প
Romantic গল্প
বাংলা বিখ্যাত কবিতা