বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি : বাংলা
১. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস
কোনটি?
ক. পদ্মানদীর মাঝি খ. জননী
গ. চতুষ্কোণ ঘ. পুতুল নাচের ইতিকথা
২. তকদির-এর সঠিক অর্থ কী?
ক. অদৃষ্ট খ. ভাগ্য গ. অন্ধকার ঘ. চিন্তিত
৩. 'বাগদত্তা'
কোন সমাস?
ক. বহুব্রীহি খ. কর্মধারয়
গ. অভ্যয়ীভাব ঘ. তৎপুরুষ
৪. 'চবি্বশ ঘণ্টার
মধ্যে বাড়ি ছাড়তে হবে'। এটি কার হুকুম?
ক. সরকারের খ. বাড়ির মালিকের
গ. জনতার ঘ. পুলিশের
৫. 'গণ' এর অপব্যবহার কোনটি?
ক. দেবগণ খ. নরগণ
গ. জনগণ ঘ. পক্ষিগণ
৬. 'মহিমা' শব্দের প্রকৃতি প্রত্যয়_
ক. মহি+মা খ. মহৎ+ ইমন
গ. ম+হিমা ঘ. মহা-ইমা
৭. Addendum এর পারিভাষিক অর্থ কী?
ক. হলফনামা খ. সূচিপত্র
গ. সংযোজন ঘ. হিসাব
৮. 'আমাদের আরামপ্রিয়তা
খুব বেড়েছে'_ কাদের?
ক. বাঙালিদের খ. নারীদের
গ. ডাক্তারদের ঘ. পণ্ডিতদের
৯. চলেছি কোথায়? কোন সীমাহীন দূরে?_ কোন রচনার অংশ?
ক. বিলাসী খ. পথিক
গ. পাঞ্জেরী ঘ. পাঞ্জেরি
১০. ফররুখ আহমদের গ্রামের নাম কী?
ক. মান্দারতলা খ. মাধবপুর
গ. মধুপুর ঘ. মাঝআইল
উত্তরমালা : ১. খ ২.ক ৩.ঘ ৪.ক ৫.ঘ ৬.খ ৭.গ ৮.খ ৯. ঘ ১০.ক
English
1|Shakespeare is known mostly for his ______
a) sonnets b) novels
c) plays d) autobiography
2|Who is called the 'Poet of Nature' in English literature?
a) Lord Byron b) John Keats
c) William Wordsworth d) P. B. Shelley
3|Who is the modern philosopher who was awarded Nobel Prize for Literature?
a) V.I Lenin b) Bertrand Russell
c) Walt Whitman. d) Spenser
4|Who was the only Laureate to refuse the Nobel Prize?
a) Jea-Paul Sartre b)Rabindranath Tagore
c) Leo Tolstoy d) T. S. Eliot
5|A person who writes about his own life writes _____.
a) a diary b) a chronicle
c) a biography d) an autobiography
6|Who is the author of 'A Farewell to Arms'?
a) John Milton b) Ernest Hemingway
c) Mathew Arnold d) Robert Browning
7|Who wrote 'Cowards die many times before their death'?
a) Shakespeare b) Franklin
c) Dryden d) Carlyle
1| c 2| b 3| b 4| a 5| d 6| b
7| a
No comments:
Post a Comment