PopAds.net - The Best Popunder Adnetwork Sahitto Blog: some interesting topics

Saturday, August 10, 2013

some interesting topics


·   ১। ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous’ আছে। এগুলো হলঃ tremendous , horrendous , stupendous , hazardous

·   ২। Lollipop’ হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।

·   ৩। screeched’ হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।

·   ৪। Underground’ এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und’ শেষেও রয়েছে।

·   ৫। set’ শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।

·   ৬। therein’ এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein

·   ৭। Typewriter’ সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।

·   ৮। indivisibility’ এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।

·   ৯। Bookkeeper’ শব্দে ৩ জোড়া বর্ণ oo,kk,ee পাশাপাশি আছে।

·   ১০। understudy’ এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক বর্ণ rstu আছে।

·   ১১। queue’ একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ বর্ণ বাদ দিলেও একই উচ্চারণ হয়

·  ১২।  Rhythm সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই। 

·  ১৩। Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।

·   ১৪।  vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) I (আমি)। 

·  ১৫।  vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By 

·  ১৬।গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি। 

·  ১৭।  Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।

·   ১৮।  University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়। 

·  ১৯।  “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে। 

·  ২০।  “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন বর্ণের পুনারাবৃত্তি নাই। 
     ২১।  “study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি বর্ণ ক্রমানুসারে আছে। 
  • ২২। সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification
  • ২৩। 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্থানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80
  • ২৪। ইংরেজি madam, reviver, wow, eye শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
  • ২৫। “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি বর্ণ আছে।
  • ২৬। “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
  • ২৭। “Education” “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
  • ২৮। “Abstemious Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
  • ২৯। ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।
  • ৩০। Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।
  • ৩১। একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable
 
যত গর্জে তত বর্ষে না যে- শাহাদাত হোসেন [যে চিত্কার মারে, মাহশাল্লাহ]
ওস্তাদের মাইর শেষ রাইতে- কিরন পোলার্ড [ব্যাটিং লাইনের শেষে হুট করে জ্বলে উঠে]
কই মাচের প্রান - রাহুল দ্রাবিড় [আউট হয়ে হয়েও, হয় না]
ইতিহাস রচনা করেন যিনি- শচিন টেন্ডুলকার [নিজের রেকর্ড নিজেই ভাঙ্গেন, মজা না?]
অভিজ্ঞতার অভাব আছে যার- নাসির হোসেন [ অভিজ্ঞতার অভাবে ৪ না মেরে খালি ৬ মারে :P]
বিপদের বন্ধু - মাহমুদুল্লাহ রিয়াদ [হুট করে জ্বলে উঠে ইজ্জত বাঁচায়]
তীরে এসে তরী ডুবান যিনি - মেসবাহ [টি-২০ বিশ্বকাপের ফাইনালে]
কথায় বর্ণনা যায় না যা - গেইলের ছক্কা [বর্ণনা করার সাহস নাই, চক্ষের পলকে বল গ্যালারিতে]
নিজেকে যে বড়ো মনে করে - শেওয়াগ [বাংলাদেশ একটা দল হইলো??]
অকালে পাকিয়া গিয়াছে যে - মুশফিক [ছোট মরিচের ঝাল বেশী ]
অনেকের মধ্যে ভিন্নজন- মালিঙ্গা [সব কাজে কর্মেই া]
যাহার লজ্জা নাই - শেওয়াগ [বারবার চপেটাঘাত খাওয়া সত্ত্বেও লজ্জা নাই বেত্তমিজের]
যাহার ভরসা নাই - আফ্রিদি [লাগলে ছক্কা, নইলে মক্কা:P]
উপকারীর উপকার স্বীকার করেনা যে - পিসিবি [ তার লাইগা যে চুরি করে তারেই চুর কয়:P আসিফ, আমীর, রশিদ লতিফ দ্রষ্টব্য ]
বাঘের গর্জন -" আমরা করবো জয় " [টাইগাররা প্রতি ম্যাচ জিতার পর ড্রেসিং রুমে

No comments:

Post a Comment